বৃষ্টি তোমাকে দিলাম ছুটি
বিনিময়ে চাই রোজ বেঁচে থাকার রুজি রুটি
চলো, তোমাকে দিলাম ক্ষমতাশীল দুহাত
বিনিময়ে চাই বিপ্লব শোণীতে শিরায়
দেহমনে অহিংসা শান্তি বেঁধে বেঁধে যাপিত হৃদয় ।
মাটি তোমাকে দিলাম ছুটি
বিনিময়ে চাই পেট ভর্তি উজ্জীবিত জীবন
চলো, তোমাকে দিলাম বুদ্ধিশীল মাথা
বিনিময়ে চাই মনুষ্যত্বের অস্থি শিরদাঁড়ায়
সর্বজনে অন্তরে অন্তর বিলায়ে চৈতন্য যাপিত হৃদয় ।
বিকাশ দাস / মুম্বাই