আমাদের কী ভয় পাচ্ছেন!
কিসের এতো ভয় পাচ্ছেন।
জানেন তো
আমরা করিনা কোন রঙের রাজনীতি
শব্দের বিস্তারে অলীক শুভেচ্ছা-প্রীতি
আমরা করিনা কোন মিছিল দলবাজি
ভেতর ভেতর জাতপাতের রঙবাজি।  
আমরা বুঝিনা নেতা মন্ত্রী নির্বাচন-ভোট
খুনোখুনি কারচুপি কার হাত ভর্তি নোট।
বুঝি না আপনাদের ঝুলিতে কত শতাংশ আসন
কুর্সি বহাল রাখতে দুর্নীতি মোচন করার ভাষণ।

জানেন তো
আমরা না কোন পণ্ডিত গুণীজ্ঞানী
আমরা খুব সাধারণ স্বাধীন প্রাণী
আমাদের না আছে ধন-দৌলৎ
না আছে বোমা-বারুদ-বুদ্ধিবৎ
না আছে গোপন রাইফেল না পিস্তল
না দেখনদারির সমঝদারির দখল।
না আছে হাতে ধারালো হাতিয়ার
না আছে বাড়তি কোন আবদার।

জানেন তো
আমাদের সততা আমাদের অহংকার
আমরা নিজেরাই আমাদের পাহারাদার
এক পৃথিবী ধুলো-কাদা-মাটি গায়ে মেখে
মাথা উঁচু করে চলি মাটিতে চোখ রেখে  
হতে পারি আমরা নিতান্ত দীন
খেটে খাওয়া মানুষ দিন প্রতিদিন।
হতে পারি আমরা সাদাসিধা
সবার প্রাণে একই প্রাণ বাঁধা।
আমরা খায় আনন্দ পাতায় পান্তা ভাতে নুন
তবু বলছি আমাদের একতা আমাদের ক্ষমতা
নিমেষে ছড়িয়ে দিতে পারে প্রতিবাদের আগুন।

ভাব্বেব না আমরা দেশের ঠুনকো আম জনতা ঠুঁটো জগন্নাথ
একজোট হলে এক নিমিষে করে দিতে পারি আপনাদের মাত।  
  
আপনারা রাজনীতির দৌলতে যত পারেন লুটেপুটে খান
নিজের ইচ্ছেমত ওলটপালট করে নিজেদের সিংহাসন বাঁচান।
কথায় কথায় মানুষের পাশে আছি বলে মিথ্যে খোয়াব দেখান
নিজের আখের গোছাতে সুযোগ বুঝে যত পারেন দল বদলান।

মাথায় রাখবেন ভাঙতে এলে মানুষের ভালোবাসার ঘর-সংসার
আপনারা কিন্তু একটা গাছতলাও খুঁজে পাবেন না মাথা গোঁজার
পাবেন না পায়ের নীচে এক চিলতে মাটি সোজা হয়ে দাঁড়াবার।