অরুণিমা
আমার দুঃখগুলো
ভোরের মতো বুক জুড়িয়ে যায় শুয়ে তোমার পাশে
ঘুমের সুযোগ দুর্যোগ ভেঙে না আসে শ্বাস প্রশ্বাসে।
যে ভাবে সেঁকে ফুলকো রুটি্র গরম ছিঁড়ে ছিঁড়ে খাই
রাতের জলসায় জেগে জেগে ঘরবাড়ি জ্বলে পুড়ে ছাই
শরীরের সুবাসের তিমিরে আকাশ পোড়া গন্ধ পাই
সমুদ্র মুঠোয় ধরে চিরদিন আমি শুধু তোমাকে চাই।
এমনি করে ঘুরে যাবো।
ভুল করে ঢুকে যাবো।
ধুলো ঝড়ের মুখে নিবিড় আমোদে দুঃখগুলো সারাতে।