শেষ হলে লৌকিকতার বিস্ফোরণ
বিবাদের বিস্বাদ নোংরামির আবর্তন
যাবো ফিরে সরিয়ে আড়ালের মশারি আড়ালে
অন্যথা অন্য ঠোঁটের অযাচিত শরীরে ।
ব্যক্তিগত
সভ্যতার সাজ সংস্কৃতির নাজ রক্তের গন্ধ আঙুলের ছন্দ
ভেঙে ভেঙে সময়ের গ্রন্থি কাঁটা আগুনের উচ্ছ্বাসে
আগুন জ্বেলে আগুনে
বাতাসের লাবণ্যে মুক্তির নির্বাসনে খুলে দিতে শরীরে শরীর
এখন থাক গোপন কথা গোপনে ।
ঘরবাড়ি চৌকাঠ উঠোন
এ সবের কি আছে প্রয়োজন ?
আকাশের নীচে খোলা হাওয়ায়
না দুয়ার না খিড়কি না বন্ধ রাখার বাঁধন
জঙ্গলা শীতে দঙ্গল রোদ্দুরে
থাক অনুরত হৃদয় প্রেম ভালোবাসা মাটির স্তনে
জন্মান্তর তোমার সঙ্গতে ঋগ্ধময় উত্থান, পতনে ।

বিকাশ দাস / মুম্বাই