খুব সহজে বোঝা যায় যদি না কাঁদে ব্যথায়
সে তো নয় হৃদয় পাগল পারা হৃদয়
বাঁধলে আশার কিনারা বালুচরে জলের ধারায়
সে তো নয় কিনারা পাড় প্রান্ত ঘরময় ।
একবার এ আলোর নীচে আর একবার ও আলোর নীচে
হন্যে হন্যে খুঁজে বেড়ায় বারবার
দীপের আলো না চাঁদের আলো তফাৎ কোনটা বেশি আরো কালো
আমি অন্ধকার ।।
আমার দুহাতে দীপ জ্বেলে চৌকাঠ পেরিয়ে তোমার ঘরে আসি
তোমার দুচোখের চাঁদের আলো বলে তোমায় আমি ভালো বাসি ।
দীপের আলো মৃন্ময়ী যামিনী চাঁদের আলো চিন্ময়ী দামিনী ।
মেঘের ঝড়ে বৃষ্টির আকাশ বজ্র বধির হৃদয় আলোর রাগিণী
আমি অন্ধকার ।
বিকাশ দাস / মুম্বাই