আমার বিশ্বাস
আমার ঘরের চৌকাঠে
জানি তুমি পৃথিবী আছ জানি তুমি পৃথিবী থাকবে তোমার মতো করে দিগন্তভরে বিশ্বসুতোর বান্ডিলে ।
আর কোথাও না পেলে
তুমি রক্ত মাংস জিনে বিন্দু বিন্দু ঘামের টিলায়
মুক্তোর মতো হাড়ের মিনে অশ্রু জমাট শিলায়
উত্তোলিত বাহুর সুপ্ত তরঙ্গে ।
তুমি প্রদীপের শিখার মতো রোজ অন্ধকার তাড়িয়ে
কাঁটাতারে অজস্র ফুল বক্ষ স্থলের ক্ষত সারিয়ে
সমস্ত আকাশ জুড়ে বাতাস জুড়ে শিয়রে দাঁড়িয়ে
দুয়ার খোলা সূর্যের রঙে চাঁদের রঙে গা ভাসিয়ে ।
সকাল সন্ধ্যে আমি উঠবো পৃথিবী সমেত
বহু বর্ণে আমি উঠবো জল স্থল সমেত
তোমার পৃথিবীতে আমার নিরাময় ঠায় ।
বিকাশ দাস / মুম্বাই