এটাই আমার অহংকার
তোমার নামের পাশে আমার নাম।
এটাই আমার অহংকার
হাওয়ায় হাওয়ায় তোমার নিঃশ্বাসে আমার নিঃশ্বাস।
এটাই আমার অহংকার
আকাশের চাঁদের চেয়ে পৃথিবীর চাঁদ সুন্দর ।
এটাই আমার অহংকার
তোমার সববেলা আঁকড়ে রেখেছে আমার অনাবৃত জীবন।
এটাই আমার অহংকার
তুমি বনাম আমি আমি বনাম তুমি ।
বিকাশ দাস / মুম্বাই