ভোরের আলো ফোটার আগে
বাবাকে পৌঁছতে হয়  স্বপ্নের বাজারে  
রক্ত বেচে, ঘাম বেচে খিদের বোঝা কাঁধে
ঘরে ফিরে আসেন আকাশ অন্ধকার হলে।

মা শঙ্খ বাজিয়ে
সকাল সন্ধ্যে বাতি রেখে আসেন তুলসিতলায়।
প্রণাম সেরে বারোমাস।

প্রত্যাশা-পরাগ পথে দু’চোখ বিছিয়ে রাখেন।

তারপর মা
অভাবের উনুনে দুঃখের হাঁড়িচ ড়ান
খিদের ভাপে  ভাতের সুগন্ধ ছড়ান।

এইভাবে রোজ আমাদের সংসার চালান।