আর শতায়ু নয়
নিকট গাঢ় অন্ধকার,
রক্তিম স্বপ্নগুলি ধুলা হয়ে ঝড়ে পড়ে
হতাশার আঙিনায়,
নয়নজুলির আবদ্ধ জলে
সুর্য ডোবার এক দীর্ঘ প্রতীক্ষা ।
ক্রমশ নিষ্ফলা মানবজমিন-
অব্যবহৃত কাস্তেটা জমা থাক
সময়ের কাছে ।
পুঞ্জিভুত ক্ষোভের জঠরে
বিশৃঙ্খলতার উল্লাস;
আর দীর্ঘায়ু নয়-
সংগ্রামটা গচ্ছিত থাক
ইতিহাসের কাছে ।
------/-------