আমি এক বাংলার নারী
আমাকে পাবে তুমি সবখানে ,সব জায়গায় ।
আমাকে পাবে তুমি
তাঁতি জেলে কুমোরের ঘরে,
হয়তো পাবে আমায় কিষাণের খেতে-
যদি দেখ কেউ আলপথে
ধানের আটি মাথায় নিয়ে
ঘরে ফেরে গোধুলী বেলায়:
হয়তো আমি সেই-
আমি এক বাংলার নারী
আমাকে পাবে তুমি সবখানে, সব জায়গায়।
যদি দেখ কারো ঘরে অসুস্হ কর্মহীন স্বামী
আইবুড়ো মেয়ে-বেকার ছেলে,
কিংবা হেলে পড়া ঘরে খাবারের আকাল,
যদি দেখ কেউ উপোসের ছলে
নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়:
হয়তো সেই আমি-
আমি এক বাংলার নারী
আমাকে পাবে তুমি সবখানে, সব জায়গায়।
আমাকে পাবে তুমি শিশুদের মাঝে
কখনো পাবে আমায় অসহায় রোগীদের পাশে-
হয়তো আমাকে পাবে কয়লা খাদান
কিংবা কোন এক কারখানার গেটে,
হয়তো আমাকে পাবে কর্মব্যস্ত অফিস পাড়ায়:
আমিই সেই বাংলার নারী
আমাকে পাবে তুমি সবখানে , সব জায়গায়।
যদি দেখ কেউ ফুলতোলে ভোরের আগে
যদি দেখ কেউ গঙ্গায় স্নান সেরে
ধুপ জ্বালে তুলসী তলে,
যদি কোন বধু শাঁখ বাজায় সন্ধাবেলায়:
আমিই সেই বাংলার নারী-
আমাকে পাবে তুমি সবখানে, সব জায়গায়।
যদি দেখ কেউ আজীবন স্বপ্ন আকে-
যদি কেউ প্রলাপ বকে গভীর শোকে,
যদি দেখ কেউ বসে থাকে সারারাত
কখন প্রিয়জন ফিরে আসে - সেই আশায়:
হয়তো আমি সেই নারী
আমাকে পাবে তুমি সবখানে, সব জায়গায়।
প্রতিবাদের মাসুল দিতে-
যদি কারো মুখ দগ্ধ হয় আ্যসিডে,
যদি কেউ নত না হয় অন্যায়ের কাছে,
জীবন বিপন্ন করেও যে নারী শেষ দেখতে চায়:
হয়তো সেই আমি-
আমি এক বাংলার নারী
আমাকে পাবে তুমি সবখানে, সব জায়গায়।
হয়তো সে একদিন সমাজের চাগে
হারিয়ে যাবে-
হয়তো একদিন তার আশ্রয় হবে
কোন এক লাশকাটা ঘরে,
হয়তো বা একদিন খুজে পাবে তাকে
কোন এক নিষিদ্ধ ঠিকানায়:
হয়তো আমি সেই-
আমি এক বাংলার প্রতিবাদী নারী
আমাকে পাবে তুমি সবখানে, সব জাষ়গায়।
-------/----------(নারী দিবসে লেখা)