আমার অপরাধ-
আমি সুর্যকে সুর্যই বলেছি,
দেবতা বলতে পারিনি।
আমি বলেছি সুর্য আগুন ঝরায়...
আলো আসে শিক্ষা থেকে।
আমার অপরাধ -
আমি মহান শক্তিকে মান্যতা না দিয়ে
অস্বীকার করতে চেয়েছি।
আমি জল বাতাস সমাজকে নির্মল না বলে
কলুষিত বলতে চেয়েছি,
আমার অপরাধ-
যাদের দাক্ষিন্যে এখনও আছি
তাদেরকে আমি অবমাননা করতে চাই।
আমি ইতিহাসকে কালের ফসিল
এবং ঘুমকে মরণ বলেছি ।
যারা সব দেখেও ঘুমিয়ে থাকে
তাদেরকে আমি জীবন্মৃত বলেছি,
যারা নির্বাক ...
তাদের অস্তিত্ব নিয়ে আমি সংশয় প্রকাশ করেছি-
এটাই আমার অপরাধ।
আমার অপরাধ-
ক্ষয়ে যাওয়া মনুষ্যত্বকে
আমি প্রগতি - উন্নয়ন না বলে পতন বলেছি।
জানি না আর কোন অপরাধের নিরিখে
আমি দন্ডিত অপরাধী।
আমার ভয়ংকর অপরাধ-
বুভুক্ষু পেটে ...
আমি গারদের দেওয়াল ভাঙতে চেয়েছি...
----//---- ( ০২/০৫/২০১৭)