তোমাকে মুক্তি দিলাম
একা থাকার সাহস দিলাম
অপেক্ষার প্রহরের হিসেবগুলো,
কমিয়ে দিলাম
জীবনের অংক গুলো ভাগ করে শেষে কিছু
শুন্য দিলাম
বিয়োগ করে দিলাম বেদান্ত
বিদায়ের সাথে
হৃদয়ের রক্তক্ষরণের....অব্যক্ত ব্যাথাকে
,,,,,,আরও বিয়োগ করে দিলাম নিজেকে
গুন করে দিলাম আমার চির চেনা দুঃখগুলোকে
যা চাপা ছিল - আমার মধ্যে, যা থাকবে,
যা নিত্য নতুন বেদনার সাথে পাঁচমিশালি হয়ে
শতগুন হবে
উপরন্তু,
যোগ করে দিলাম
ধূসর কিছু স্মৃতি
আর অলীক কিছু কল্পনা,
তবে মজার কথা কি জানো ,,
এগুলো বিয়োগই হবে,
আমি হারিয়ে যাব
তোমার মন থেকে,
স্মৃতিগুলোর সব বিস্মতি হবে
মনেরই অজান্তে.....
শুধু কিছু সময়ের অপেক্ষা
তাই তুমি ভয় পেয়োনা, পথ চলতে,
তুমি রাঙিয়ে নিও তোমার পৃথিবী,,
যে রঙে রাঙাতে চাও,,
তুমি এগিয়ে যেও,
পিছু ফিরে আর নাই...... বা.. চাও....
দোদুল্যমান ভালবাসাকে
বারংবার না দুলিয়ে
একেবারেই না হয়, ভূলে যাও
বিশ্বাস কর
মনের স্মৃতিরা ধূসর হবে
কল্পনাগুলো সব ফীকে
শত কর্মব্যস্ততার মাঝে,,
আমাকে মনে করে
যে চাঞ্চল্য হত
তা সহনীয় হবে
অন্য কারর ভাবনায়,
তুমি, আবারও অধীর হবে,
আমরা অধীর হই,,
শুধু পরিবর্তিত হয় ,
মানুষটা ,
হবে তো বটেই,,,
পৃথিবীটা না?
বড্ড ছেলেখেলাই মাতল,,
হাঁটতে পারছিনা স্বস্তিতে,,
তবু দৌড়াচ্ছি বেঘোরে,,
মরছি,,
তবু দাঁড়াচ্ছি না,,
এইতো জীবন,, চলতে থাকা,,
নিত্য আবেগগুলো উপর পা দিয়ে পথ মাড়া,,
এটাই তো জীবন, সংগ্রামী জীবন
যে যাই বলুক.. ....