যদি আমার উপর রাগ করে
     দূরে থাকা যায়,
         --- তবে থাক
    
      যদি অভিমান করে,
নিজেকে দূরে সরিয়ে রাখা যায়    
        ---   তবে রাখ

     যদি আমাকে ভূলে,
অন্য কাউকে ভালবাসা যায়,,  
     ---     তবে বাসো

যদি অংক কষে   --- জীবন
        চালাতে পার
  স্বার্থ ফুরালে   --   সংগ
         ছাড়তে পার
         তবে তাই কর

এহেনও আচারনে আমি
একটুও বিচলিত নই

  আমি তাকে নিয়ে বিচলিত
   আমি তাকে নিয়ে চিন্তিত,,  

যে আমার উপর রাগ করে,
       অভিমান করে,
       থাকতে পারে না

   চোখটা বার-বার মুছেও
    শুকনো রাখতে পারে না

যে জীবনে, অনেক হিসেব করে চলতে চায়
কিন্তু আমায় নিয়ে ভাবলে, বেহিসেবী হয়ে যায়

       অজস্রবার ভূলতে চাইলেও,,
            সহস্রবার স্মরনে রয়

     আমার তাকে নিয়ে চিন্তা হয়
    
            তার ব্যাথায়
     আমার হৃদয় ব্যাথিত হয়
      তাকে ভালোবাসবার বাসনা
           বারংবার সৃষ্টি হয়

       তার মিষ্টি হাসির
      স্রষ্টা (উৎস) হতে মন চায়
    
    তাকে গভীরভাবে আলিঙ্গনে,
    এ বক্ষ মাঝে আগলে রাখা,
    আমার আজীবনের অভিপ্রায়।