শীতের শুভ্র সকালে,
কুয়াশার আড়ালে,
যদি কারোর মুখ দেখতে মন চাই
সে তুমি
কারোর মুখ দেখে যদি মন সুখ পায়
সে তুমি
প্রচণ্ড তাপদাহের পর
কারো হাত ধরে
যদি বৃষ্টিতে ভিজতে মন চাই
সে তুমি,,
নীল আকাশের নীচে
আর সবুজের সমারোহ
কারো সনে যদি
লুকোচুরি খেলতে মন চাই
সে তুমি
গোধূলি লগ্নে
নদীর ধারে
কারো হাত ধরে
যদি হাটতে হাটতে
পা ভেজাতে মন চাই
সে তুমি
জোছনা রাতে
যদি কারো হাতে
হাত রেখে
চাঁদ দেখতে মন চাই
সে তুমি
নিকষ কালো আধারে
যদি কারোর সুন্দর ঠোঁটের স্পর্শ
নিতে মন চাই
সে তুমি
যদি কারোর বুকে
মুখ ঘষে
আদর নিতে মন চাই
সে তুমি
যদি নগ্ন গায়ে
কারোর তনুর সুবাস নিতে মন চাই
সে তুমি।