৩৬ বছরের অফেক্ষা
আর্জেন্টিনা তোমার হাতে ফাইনাল দেখা
২০১৪ তে ভেবেছি,
এবার বুঝি কাপ ছোবে মেসি
করেছিলাম পিকনিকের আয়োজন,
পোলাপানেরে কইলাম,, খাইয়া ল বাপ
যদি না পাইস কাপ,,
গলা দিয়ে নামবে না কিন্তু,,
অফেক্ষা করছে কিন্তু কথার তাপ
খাইয়া ল বাপ
যতই হোক সাপোর্ট করস, আর্জেন্টিনার
,,, কি পাপ ,, কি পাপ
বারংবার কথার তীরে হয়েছি বিদ্ধ
ফুটবলটা ব্রাজিলের সাপোর্টাররাই বোঝে,
আর্জেন্টিনার সাপোর্টাররা সব বুদ্ধ
আর্জেন্টিনার সাপোটাররা না থাকলে,
ব্রাজিলের সাপোর্টাররা, কোথায় চালাতে
বলত? তোমাদের কথার যুদ্ধ?
তোমাদের এত ফুটবলের পাণ্ডিত্য,
কারে শোনাতে ৫ বারের , কাপ জয়ের গল্প
সবাই যদি ব্রাজিলের সার্পোট করত
ব্রাজিল শেষ কাপ নিয়েছে ২০০২ সালে
আর্জেন্টিনা কাপ নিয়েছে
কারোর জন্মের আগে, কারোর জন্ম সালে
এতটা বছর কাপ ছাড়া থেকেছি,
তবুও কিভাবে যে সাপোর্ট করেছি,, জানিনা
অনেকেই জার্মানিতে গেছে,
অনেকেই স্পেন, পর্তুগাল
আমরা আস্হা রেখছি
সাদার মাঝে আকাশীতে অবিচল
আমাদের কাপ ছিলনা,,
ছিল মারাদোনা,, মেসি,,,,
মারাদোনা তোমার হাতে কাপ দেখেছি
এবার তোমার হাতে
দেখার অফেক্ষায় আছি,, মেসি,,
লাভ ইউ মেসি,, মেসি,, মেসি
হারি,,জিতি আমরা আর্জেন্টিাতে আছি
সাদার মাঝে আকাশী
লাভ ইউ মেসি
ভালবাসলে যে ভালবাসা ফেরত আসে
তা এখন আমরা দেখছি
আর্জেন্টাইনরা যে ভাবে বাংলাদেশ,
বাংলাদেশ বলছে,
মনে হচ্ছে ওরা বাংলাদেশী
ওরা সার্পোট করছে বাংলাদেশ ক্রিকেটকে
অনেক বেশী,