কাকে দোষ দেবো,সেই দোষের
সবাই দোষ করে,দোষাবো সাগররে?
নাহ; ভুল হবে, বাকিরা কী বাদ যাবে
দুষতে হয় দূরের মহাসাগরকেও।
সাধু বেশ; ভালো-মন্দের কাঁটা হয়েছে
সবাই দুধে ধোয়া তুলসী পাতা,
একটু ভিতরে গেলে বোঝা যায়
ওটা আসলে অভিনয়, একটা রুপ।
মাকাল ফল আজাকাল জনপ্রিয় হয়েছে
খুব ভালোবেসে তাকে ধারন করে তারা,
ব্যাবহার করে নিজের রং প্রাকশে
দল বেঁধে ফ্রি অফারে নিবন্ধন করা ।
এক একজন বিশ্ব অভিনেতা,অভিনেত্রী
সিনেমাটিক ব্যাপার গুলোও হার মানে,
কল্পনায়ও আসে না, যা ঘটায় সব
সমান ভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী।
ঠুনকো সব সম্পর্ক, গোড়া নড়বড়
কেউ আঘাত দেয়,কেউ বা পায়,
মোচকে যায়, অথবা ভেঙ্গে যায় মাঝে
ছাড় দেবার এতটুকু মন থাকে না ।
এর কোন শেষ নেই আজীবন রবে
উৎপত্তি স্ব স্ব অবস্থান থেকেই,
শুধু বিবর্তন হয় যুগের পর যুগ
থেকে যায় সবার মাঝে ভিন্ন ভিন্ন রুপ।