বৃষ্টি আর তোমার মাঝে পাই
নদী আর সমুদ্রের মতো মিল,
মাঝে মাঝেনা গুলিয়ে ফেলি
বৃষ্টি আসলেই ভরে ওঠে ঝিল।
তুমি আসলেই বৃষ্টি আসে
বারো মাস পেতে চাই আমি,
খাঁ খাঁ মরুর বুকেও বলি
বৃষ্টি আমার কাছে খুব দামী।
ছাউনির প্রয়জন পড়ে না
ভিজতে ভালো লাগে আমার,
তাইতো বার বার কামনা করি
তোমার থেকে বৃষ্টি নামার।
শুদ্ধ হব বলে অপেক্ষা করি
কোন পাপ ছুইনি আজো,
তুমি আসলে আবার ভুবনে
নীল শাড়ীতে বিনম্র সেজো।
আমি আনন্দে গায়ে মাখি
বৃষ্টির মৃদু কম্প সুর,
আর আমি মাতাল হবো
তোর ঘ্রান শুঁকে ভুর-ভুর।
বৃষ্টি ও তুমি অদম্য পাওয়া
অল্প কিছু তা নয় তো,
পৃথিবী না চাইলেও কখনো
থামবে না কভু হয়তো।