সন্ধে তারায় মিলিয়ে দিলাম
তোমার মায়ার রূপ,
আকাশ পাতাল মাতিয়ে রেখো
ছড়িয়ে তোমার ধূপ।
সঙ্গ দিয়ে,সঙ্গি রেখো
তোমারি চার পাশে,
আমিও যেনো আটকে থাকি
তোমার প্রতেক শ্বাসে।
জোনাকিরা তোমায় ডাকে রাতে
থাকে বাগান জুড়ে,
তোমায় পেলে টিপটিপ করে
আলোর চাদর মুড়ে।
তুমি তো ঐ চাঁদের প্রতিক
আকাশ তোমার বাড়ি,
আলোয় আলোয় মাতিয়ে রেখো
পরে রঙ্গিন শাড়ি।
সুখ গুলো হারিয়ে ফেলি
দু:খ ঘরে এলে,
নতুন জীবন পাই যে আবার
তোমায় পাশে পেলে।