তুমি আসবে বলে সকাল থেকে
গুছিয়ে রেখেছি ঘর,
তুমি আসবে বলে,খাঁচার পাখিটা
হটাৎ হয়েছে পর।
দেয়াল ঘড়িতে টিক টিক বাজে
রাত্রি হবার ঘরে,
বসে আছি তাই প্রদীপ জ্বেলে
সোফাটা বদল করে।
গভির থেকে গভিরে ভেবেছি
পুরনো খাতা খুলে,
এখন কি আর বাতাস লাগে না
তোমার খোলা চুলে।
উড় গাঙ্গচিল মুক্ত ডানাতে
আমার আকাশে ওড়ে,
না আসাতে বুঝে গেছি আমি
সময়টা নড়বড়ে।
সব ছেড়ে তাই বসে থাকা ছাই
দরজার দিকে চেয়ে,
আশাতীত সব নতুন পাওয়ারা
পুরাতন এক ঘেয়ে।