সরবরে দেখা পদ্ম তুমি,
স্বপ্নে দেখা বায়না !
যা লিখি তাই তুমি হয়ে যায় ;
তুমি সুখ পাখি মোর ময়না।
রাত হলে তুমি গায়ে মাখা চাঁদ
জ্যোৎস্নায় ভরা নিঝুম দ্বীপ।
ভোর হলে তুমি শিশিরের খেলা,
ভাগে পড়ে থাকা টুকরো ছিপ।
গায়ে মাখা রং দারুণ খেলে ,অবাক জলে
দলে দলে আসো প্রজাপতি হয়ে –
প্রেম জড়ানো নিখুত ছলে ।
জানালার ধার গায়ে মাখে মেঘ
জল ছিটেদের দারুণ ঢং
তুমি বৃষ্টির মতো নিখুত সৃষ্টি
আলপনায় আঁকা শ্রেষ্ট রং ।
দেয়ালে জড়ানো ছবির ফ্রেম তুমি
চাদরে জড়ানো মিষ্টি উম ।
ঘুম জড়ানো মায়ামাখা চোখ
হঠাৎ আকাশে বৃষ্টি ঝুম ।
সুবাসিত ফুলে কড়া পারফিউম
ইচ্ছেরা মাখে তোয়ামায় খুব ।
তুমি না হাসলে গ্রহন লাগে না –
চাঁদের পাড়াতে হয় নিশ্চুপ ।