দেখছি আবার যুদ্ধ জীবন, বৃথা মরণ
শুল্ক সেবার ক্ষয়েরী খামে, স্বপ্ন হরণ !
করুণ দায়ে ভাসছে লাগাম, পানির দরে
চিল,শকুনের হুংকারেও;  মানুষ মরে!

ঘোড়ায় চড়ে, বিমান ওড়ে, শ্রমিক মরে
দিচ্ছে গুজে কামান,বুলেট পোড়া ঘরে!
টুটি চেঁপে ধরছে সুশীল, পদটা ছেঁটে
স্লোগান থামাও,সুশীল দমাও; কুলুপ এঁটে।

রোজকার সব মিথ্যে মিছিল,ঘৃণ্য আঁচিল
মিটবে কবে, ছুটবে কবে, কে চেঁচিলে।
মুগ্ধ হবে, সুখ বিলাসে, তা কুঁড়াবে; কে নাচিলে?
পৃথিবীটা থাকবে টিকে, কে বাঁচিলে !


প্রভাতকালে সুর আসে সব মৃত্যু কূপের
শশ্মান জুড়ে গন্ধ ভাসে ধোঁয়া, ধুপের।
রূপ দোকানের কাফন জড়ায়,দাফন হবে
মৃত্যু থেকে পালিয়ে বাঁচে, কে কবে?

পায়নি সমাজ, হয়নি স্বাধীন; মৃত্যু এখন পণ;
সকাল,দুপুর, বিকেল ঘুরে আসেই এমন ক্ষণ।
ভয় দেখিয়ে আমারে আর দমাসনারে মন ;
আমি; ভিষণ দুঃখে কান্না চোখে, মুচকি হাসা
বিরল একজন!