একটা আষাঢ়ে গা ভিজেছিলো
শ্রাবণে কষ্ট গুলো ঝরে পড়লো;
মৃদু শব্দ তুলে,এক ফোঁটা দু'ফোঁটা করে
সে সময় চারিদিকে আলো ছড়ালো।
ঝিকিমিকি রোদে ঝলমলে চারপাশ
হারিয়ে যাওয়া সেই সুন্দর সময়ে,
অতীতের জ্বালাময়ী ভাবনারা বিলীন
মুঠ ভরে নেয়া শুধু সুখ আর সুখ ।
আলিঙ্গনে পাগল হয়ে যাবার উপক্রম
এককথায় অন্ধকারে হঠাৎ চাঁদের আলো,
শুনেছি সবার কপালে সুখ সয়না
সব নদীতে সব সময় স্রত বয়না।
কি জানি?কপালে কি আছে এবার?
হিসেব করে কি সুখ ভোগ করা যায়;
সুখ পাখির মতো,খাঁচায় থাকতে চায় না
মুক্ত আকাশে উড়তে বেশ জুত পায় ।
ভেজা শরীরে কার না ভালো লাগে
যে যৌবন ফুরিয়েছে,সে ও ইচ্ছে করে ভেজে
এ যৌবনে অল্প জলে কিছু হয় না,
সীমানা ভুলে শুধু চাওয়া আর চাওয়া।
ভোমর সুবাশে কাছে ভেড়ে লেনেদেনা খুব
রাজা বিলিয়ে বিলিয়ে,অনটনের ভাগে,
কম পড়ে গেলে মনতো টেকে না আর;
পাড়ি দেয়া অন্যের সুখে ভরা রাজ্যে।