ট্রফিক সিগন্যাল ছেড়ে আসা বাসটা
রোজ রুটিন করে স্টপেজ ছেড়ে যায়।
নানান ঝুলন্ত মানুষ ঝুলে যায় তাতে
কেউ কেউ ঝুলতে পারেনা গ্লানির ভারে!
শান্ত বাবুদের মতো দাঁড়িয়ে থাকে কেউ
নিপিতা স্টপেজ ছেড়েছে বছর চারেক।
আমিও না ঝোলা বাবুদের একজন,
হাত বুকে চেপে ব্যস্ত শহরের হুল্লোড় দেখি।
নিপিতাকে দেখে বিশ্বভ্রমন ভুলে গিয়েছিলাম
স্টপেজে অভ্যেস হয়ে গিয়েছিলো, নিপিতা।
দুপুরের কড়া রোদটাই সকাল ছিলো যার,
সে নিমিষেই পাল্টে নিয়েছিলো অভ্যেস।
শিশির ভেজা ঘাস, নিপিতা দেখতাম প্রভাতে
রোদ,বৃষ্টি সব গায়ে মাখা হতো প্রতি মৌসুমে।
এখন সে সব রংচটা হয়ে গেছে বিচ্ছেদে ;
সময় পাল্টে গেছে, পাল্টে যাওয়া হয়নি আমার।
স্টপেজে স্থির, আমার অতীত গুচ্ছ স্মৃতি ফ্রেম
প্রেমে প্রেমে অঙ্গার স্টপেজ ও তরূণ বর্তমান।
প্যান্টের পকেটে হাত গুঁজে দূর দৃষ্টি যাপনে
ঘন্টা ক্ষেপণের নেশা সামলানো ক্লান্ত বালক।
দিন,মাস,সপ্তাহ অতীত হয় স্টপেজে ঝুলে
ভুলে যেতে হয় নিপিতা আর কল্প স্মৃতি।
বৃত্তের ব্যাবধান যুগ অব্দি যাই যাই করে
আর আমি আটকে আছি পুরাতন স্টপেজেই।