যখন;
সুখে কাতরাই তোর খরা যৌনতায়
পৃথিবীটা তুচ্ছ লাগে।
চুমুর পেয়ালা স্বর্গ তুল্যপান,
প্রেম পবিত্র হয়ে ওঠে
নিষিদ্ধ প্রেমীকার চোখে মুখে।
নানা গুঞ্জন ভেসে আসে
রক্ষীতা বলে তোরে দূরজনে।
বলি তুই মুখ গুঁজে
পাঁজরের স্পর্শ হয়ে যা।
স্বর্গপানে লোভী হোক লোকে
ইর্ষা! হয় ওরে ;
বুকে মুখ গুঁজে তুই,
স্বর্গ হয়ে যা আমার।