হেমন্ত কবেই কেঁটেছে,কষ্টে মিশে
শীতের সকালে শিশিরের শিকার,ইশে।

রুক্ষ ঠোঁটের জ্বালা এ কোন রাশে,
হিমেল দমকা বাতাসে ধুলো গুলো ভাসে।

দূর কুটিরে কোন মায়াবি হাসে,
সে কোন কবি,মনের ভাষাকে ঝেড়ে কাসে।

সরশে ফুল গুলোকে নাচিয়ে কে আসে,
পোষা ময়নারে,সে কোন ভুলে শাসে।

শীতের রাতে,নিস্তব্ধতা বাধা আঁশে
কতো দিন,রাত কেঁটেছে তোমায় ভালোবেসে,
বহু যুগ  যুগ পরেও কুয়াশার শীত আসে।