পুরুষেরা শরীর নিয়ে খেলতে ভালোবাসে
তুমি সাদা, কালো, শ্যাম বর্ণের তফাত করো!
কাঁধে কাঁধ মেলানো যায়
পুরুষের পার্থক্য না, গুড়ে বালি পাবে।
সে ও চুম্বনের চিত্র প্রদর্শন করায়
আমি কাছের বলে বিবেকে বাঁধে,
তবে উভয়ি পুরুষের জাত,কালপুরুষ
আমি প্রকাশ্যে খেলি,সে প্যাঁচিয়ে।
পুরুষেরা হ্নদয় নিয়ে খেলে না, ভুল বোঝো
আসলে শুরুটাই শরীর নিয়ে হয়,
যার ঢাল হয় হ্নদয়,বিশ্বাস,স্বপ্ন
আমি সরল রেখায়;সে বক্র রেখায় খেলে।
পুরুষের ভাবনায় মুখ্য শরীর
তোমাদের ঢপ দেখানো হয়
স্বাদ হয় ভিন্ন ভিন্ন, পুরুষেরা সব এক।
নারীরা বহুরুপতায় অন্ধ বিশ্বাসী
পুরুষেরা তাই রঙ্গিন খেলা দেখায়
শরীর বিলিয়ে খেলতে থাকো তাই
শুধু আমাকেই নির্বোধ বলো তুমি!
সব পুরুষ আমার দলে, আমি নির্বোধ
নিতম্বের আলিঙ্গন আমার ভালো লাগে
বাকি পুরুষেরা যোনি নিয়ে খেলা করে
পুরুষেরা এক হয়, খেলার ধরণ ভিন্ন ।
পুরুষের জালে খেলা করো অক্টোপাস
তাই পুরুষেরা তোমার শরীর উপভোগ করে
আর তোমরা বিভেদি উপমা করো পুরুষের
পুরুষেরা এক হয়, ছদ্মবেশি পুরুষ।
নারীর ভেঙ্গে ফেলা বিশ্বাস, আজকের পুরুষ
তুমিও নির্বোধ, আমিও নির্বোধ
আমি শরীর নিয়ে খেলি,আমি পুরুষ
তুমি পুরুষের পার্থক্য খুঁজে বিলিন হও।
পুরুষেরা সব এক হয়, সব মুখোশের খেলা।