হ্নদয়ের আলোড়নে মিশে যায়
এক রাশ ভালবাসা
পাওয়া হয় সুপ্ততা
পুলকিত বারি ধারা ।
বন্ধুত্ব অথবা অন্য রঙে
বিচলিত তুমি -আমি ঢঙ্গে
ফুটন্ত সূর্যবরণ বিকিরণে
ছেয়ে যায় অগ্রপথ।
সুখ-দুঃখ,ভাগ-গুণে,তাল-গোল
এই মনে ক্ষণেক্ষণে
কখনোবা বিচ্ছেদে
বিরহ বা উচ্ছেদে থেকে যায়
ঝগড়া বা আল্লাদে মাল্লার গতিপথে,
সারথির মন রথে ;
তুই-আমি,আমি-তুই
সে-তুমি,আমি-তুমিতেই ।
আমাদের পৃথিবীতে
তুমি আর আমি ছাড়া
সবটাই রং চটা;
মেঘহীন বৃষ্টি যেথা, তুলনায়
বিরামহীন শব্দ গাঁথা ।
রোজ যদি জড়ো হয়
তোর আমার ঘনস্মৃতি,
পালা রীতি;
ভুলে যেতো সব জনে
ভোলা যেতো বিভীষিকা ।
কেন জানি মেলেনা গো
পৃথিবীটা হয় ভাড়া।
এই আছি ভুলে যাওয়া
হয়নাতো তুমি পাওয়া ।
ভুলবুঝে বোঝা নিয়ে
এলোমেলো খোয়ে যায়
দূরে বুঝি সুখ থাকে ?
থাকেনা তো সবে জানে
বুঝেও তা ভুলে যাওয়া ।
দূরে গেলে কাছে টানে
টানে টানে এক হয়,বেশ বয়
প্রেমময় মৃদু হাওয়া ।
শরীরের তফাতেও তুমি-আমি
এক হয় ।
এক সাথে পথে পথে
মিলেমিশে পথ চলা
ভুলে সব ছলা -কলা
মন খুলে ধরণীতে
প্রাণে প্রাণে লুণ্ঠিত তুমি ময়
প্রেম গাঁথা ।