প্রকৃতি পাল্টে ফেলেছে সর্ব ঋতু
মানুষের পশু ভাব উত্তরণ হেতু;
অদৃষ্টের শঙ্কা বিতাড়িত মনে
সভ্যতায় অনীহা,ফলিত কর্মের পণে।
বর্ষা বিতর্কিত,গ্রিষ্মের খরা প্রকষ্ঠে
মৌসুমি জলবায়ু ছিলো যে রাষ্ট্রে।
কাব্যিক বিবেচনায় উল্ট পরিবর্তন
যুগে যুগে গতি পথের যৌক্তিক বিবর্তন।
প্রশ্রয় না দিয়ে উপায় আছে?
বিপরীতে চলা,নামান্তর বন্দি খাঁচে।
সবে আচমকা! পশ্চাৎ পথে চলে
অসাধ্য কিছু নাই, বিবেক তা বলে।
মাড়িয়ে আসলেই তো হয়,তন্ত্রীর বাঁধ
উঁচু গলে শুনিয়ে, চিত্ত অন্তরের নাদ ;
এলোমেলো পথ,জট খোলে দন্দের
অবহেলায় রেখো,বলা সব মন্দের।
অশাহীন বানীতে দূরে রয় তুষ্টি
প্রেম তাতে অল্প,ভরে না মুষ্টি ।
কলিকারা তোমার হিমায়িত ঐ সাগরে
পরবস রেখেছে পর খাক নাগরে।
নিরাশ থেকে প্রলাপের অপেক্ষা মিছে
মিমাংসা;প্রহর গুনতে থাকা গগনের নিচে।
তাই সমুদ্রতট;প্রণয়ের এক প্রমোদ-উদ্যান
সমীপে এলে,লাগে বিজনের মৃদু টান।