সব আলো রেখেছো জারে
কোথা থেকে কুড়োলে,,
যেনো হুর পরীর অবতার
স্বপ্নের চাদরে মুড়োলে।
বিজলির রং ছড়ানো রাত
নির্লিপ্ত বৃষ্টির মন,
মাতাল হয়েছে মোর আখিঁ
সুর তুলে রন-রন।
বালকের বিজন গ্রহের কস্তুরিকা
সন্ধ্যা মালতীর রুপ,
প্রদীপ নিভে গেলেও থাকে
সেই ছড়ানো ধূপ।
মহিমান্বিত রেখেছো চারপাশ
ঈর্ষা করে শশী,
নবীনেরা ওত পেতে অভিলাষে
অমর হও প্রেয়সী।