মেয়ে তোর বাড়ি কই?
বাড়ি আমার ঐ পাড়ায় গো
শিমুল গাছটা যেখানটাতে
তার পাশের ঐ ঘর খানাই।
মেয়ে তোর বয়স কতো?
জানি না গো, বলেনি কেউ
হবে হয়তো বারো, ষোলো ;
যৌবন জুড়ে জোয়ারের ঢেউ।
মেয়ে তোর বাপ-মা আছে?
আছেতো,সাথেই থাকে
মিথ্যে শুধু অভিনয় করে;
ঝগড়া হলে আমায় শাসে।
মেয়ে তুই ভালোবাসিস?
ভালোবাসা কী গো??
মিষ্টি কথায় মন ভোলা
বদ্ধ ঘরে কাপোড় খোলা।
ওমা তুই কাঁদছিস যে?
আমি কি সাধে কাঁদি
হায়না দেখে ডর করে গো
যদি বুকে দেয় থাবা !!
তাই দু:খ ভুলে,সুখ বাঁধি।
মেয়েটারো খুব সুখ ছিলো
বাগান ভরা ফুল ছিলো;
সকাল সাঁঝে কইতো কথা
কোমরটা তার দুলছিলো।
মেয়ে তুই করতি কী রে?
পুতুল নিয়ে খেলতাম খেলা,
সাজ গোজেতে ঝুটি ছিলো
আদর নিয়ে করতাম মেলা।
মেয়েটারো কাল কূল ছিলো
সাহস থাকা তার ভুল ছিলো;
তার গোড়াতে মূল ছিলো
বেনি করা চুল ছিলো ।
মুখ ভরা হাসি ছিলো
ঘুম রাশি রাশি ছিলো ;
স্বপ্নেতে সে ভাসছিলো
জীবন চলায় রাশ ছিলো ।
এখন সে আর কয়না কথা
মনের ভিতর অনেক ব্যাথা
হঠাৎ যেদিন কামড়ে দিলো
মেঘের ছাতা ছাপিয়ে নিলো।
কানে পরা দুল ছিলো
দারুন ভাবে ঝুলছিলো;
শরীরটা তার ফুলছিলো
অবুঝ তার মন ছিলো ;
জানতো না তা হুল ছিলো
তার মেয়ে হওয়াই ভুল ছিলো।