দুই পৃথিবী এক হবার নয়
সামনে গেলে লাগছে যে ভয়,
তোমার সে পথ বিষাদ ময়
দিনে দিনে হচ্ছে তা ক্ষয়।
সময় দ্বিগুণ চলছে ঘড়ি
জ্বলছে না আর কাঠ খড়ি,
জ্বালার মানুষ ভরি ভরি
সেই আগুনে আমি মরি।
সে দিন এখন পাল্টে গেছে
ঘুরছি তবু তারই পিছে,
উঠতে গেলে পড়ছি নিচে
স্বপ্ন দেখা মিছে মিছে।
ঘুরছি তো খুব তোমার দেশে
সন্ন্যসী সব ভিন্ন বেশে,
বাঁধছি যতোই তোমায় আঁশে
হারিয়ে গেলে তবুও শেষে।
বুঝে গেছি তোমার রিতি
হারিয়ে গেছে ঠুনকো নীতি,
আসবে না আর তেমন তিথি
পাবার নয়তো আলোর বীথি।
এখন আমি আমার দেশে
সাদা কালো রঙ্গিন বেশে,
আমার মরণ তোর ঐ নাশে
বাঁচি মরি কী যায় আসে??