মাঝে মাঝে নিজের ছায়া মাড়াতে ভয় হয়;
জীবন যেনো কুৎসিত,দূর্গন্ধ ময়।
ঘূর্নিঝড়,টার্নেডো,আলেয়া, সব সলিল
আমি তাদের থেকেও বাজে,খুব অশ্লীল।
ভাবিনি যে,লিখুনির গন্ডি পেরিয়ে যাই
দূরে থেকেও কখনো শরীরের গন্ধ পাই।
আচমকা! ঘোর তাড়া করে সারাটা ক্ষণ
নিজের সীমারেখা মাড়িয়ে চলে মন।
পশুও নিজের লালশাকে দমাতে পারে
রাস্তা,পথের ধারে,কামড়ায় না যারে তারে।
কিসের বিষ জ্বালা দেয় সুঠাম মগজে
মানুষ তাই করে, আমি যা লিখি কাগজে।
শরীর যেনো প্রতি রাতের তরল নেশা;
জ্বলে বুক; ধুকধুক, থামিয়ে দেয় পেশা।
একটা গোলাপ ছিড়ে,অন্যটা মাড়িয়ে আসি
যেনো; রসের হাড়ি ঝুলিয়েছি গলে, তাই ভাসি।
যাকে ভালোবাসি;সে বোঝেনি কখনো ভুল
তার মনে আসন পাতেনি, সন্দেহ একচুল।
আমি পশু থেকেও অধম,নষ্টের জার
ফসকে পড়েছি খাদে, হইনি তো পার।