বহুবার কতো রুপশীরে বলেছি
তোমায় বারবার দেখতে ইচ্ছে হয়,
অনেকেই বলেছিলো, তাই বুঝি?
হাতে হাত রেখে বলেছিলাম; হুম।
লোকালয় থেকে ব্যাস্ত শহরে
কতো জনের অপেক্ষা করেছি,
কখনো অভিমান ভাঙ্গিয়ে ফিরি
ঠাঁই পাইনি কারোর শহরে।
ঐ তো সেদিন, পাশপাশি হাঁটলাম
মুখের খই ফোঁটা কলকল শব্দ,
আমি শুনি সব নষ্ট বিকেলে
যখোন একলা প্রহর গুনতে হয়।
আশ্রয় খুঁজে খুঁজে দিশেহারা পথ
ভাসতে হয় শূণ্যের নদীতে,
অবেলায়, দিক হারা পথিক
নিজের অস্তিত্বের প্রশ্ন তোলে মনে।
আজ পিছনে পড়ে আছি সবার
কাল সামনে দাঁড়িয়ে বলবো;
কষ্টগুলো কুড়িয়ে রেখেছি, নে
আজ আমি নিজের শহর গড়েছি।