কত বছরের স্বপ্ন আমার
এক পলকে যত হার,
অভিসারে বিধেঁছে কাঁটা
শেষটাতে সব অন্ধকার।
মন খুলে চাইতে পারিনা
সামনেতে তোমারে চাইনা,
মন যেনো প্রায় উদাস ভার ;
স্বপ্নে দেখেছি মনে প্রেম কত
মনেতে আমার সেজেছে ক্ষত,
মানব না আমি এমন হার।
এর আগে তো হার মানিনি
পরাজয়টা হঠাৎ যানি
কেমনে এসেছে জীবন পাড়,
চাইছি না আমি আর ফিরিতে
মানতে হবে এমন হার।