যে শহরে আমি নাই
সে শহরে উৎসব হয় না ?
যে শহরে আমি নাই
সে শহরে বাতাস বয় না ?
যে শহরে আমি নাই
সে শহরেও অট্টালিকা গড়ে,
যে শহরে আমি নাই
সেখানেও কেউ রিক্সায় চড়ে।
যে শহরে আমি নাই
কেউ কেউ একলা হাঁটে,
যে শহরে আমি নাই
সে শহরেও লুটপুটি খেলে মাঠে।
যে শহরে আমি নাই
লেবু পাতার চা পাওয়া যায়,
যে শহরে আমি নাই
আপন মানুষ খুঁজে পায়।
যে শহরে আমি নাই
কেউ বসে থাকে ঘরের কোনে,
যে শহরে আমি নাই
সে শহরেও স্বপ্ন বোনে।
এ কেমন আমার শহর ?
যার ছায়া সব খানে,
এ কেমন আমার শহর ?
সব জনরেই কুড়িয়ে আনে।
এ কেমন আমার শহর ?
আমি আছি বলে কেউ জ্বলে,
এ কেমন আমার শহর ?
থাক পড়ে, পেছোন থেকে বলে।
এ কেমন আমার শহর ?
যেতে বলে তোমার শহরে,
এ কেমন আমার শহর ?
পাড়ি দিতে হয় কোন বহরে।
বুঝি; এখন শহর কিছু না!
আমার উপরে তার বসবাস,
ছোট শহরে মন বসে না
ক্ষণে ক্ষণে আটকায় শ্বাস।
যে শহরে আমি নাই
সে শহরে কেউ আমি আছে;
এ কেমন আমার শহর ?
সে বলে, এভাবে কেউ বাঁচে।