আমি শুনেছি তোমরা শহীদ
বিস্তৃত ময়দানে বীর সেনা
আমি স্বপ্নে দেখেছি নির্ঘুমে
ধ্বংস স্তুুপে শেয়াল,শকুনের আবছা।

তোমারা বেচেঁ আছো অজানায়
পূবের আকাশে উদিত সূর্যে
তোমার মা আজো খোঁজে
ভাইয়ের চোখে বোনের বিভীষিকা
ভেসে ওঠা ডোবায় গলিত লাশ
এ সব ভেবে তোমরা শুধুই কল্পনা।

বাঁশ-ঝাড় নদীর পাড়ে হেঁটেছি

ওপারে ছোট্ট শিশুর কান্না...
প্রবাহমান বাতাসে ভেসে আসে।

দৃশ্যমান পানকৌড়ির ঠাই নাই,
বিচলিত!!গেরিলা হামলার ভয়।

তোমরা জেগে আছো,তবুও ঘুমিয়ে
কালো কাপড়ের শোক বাতাসে
ভিন্ন সংখ্যায় বিরহী উদযাপন।

মাঝে মাঝে উগ্রতা গ্রাস করে
আমায় বেদনা দেয় তোমাদের কষ্ট
কত রাত নির্ঘুমতে কেঁটেছে
দুঃস্বপ্নের ঘোরে...........।

       ১২-০৮-১৫