খোলা জানালার পাশে বসে
জ্যোৎস্নার খেলায় মাতি
দু'একটা প্যাঁচা ডাকে তাতে
প্রিয়সিরা সবে আত্মঘাতি ।
একটু অন্ধকার নামে পরে
সব তারাদের ঢেকে
লুকোচুরি খেলে জোনাকিরা সব
শিল্পীর ছবি এঁকে ।
আমি বাদ পড়ি তাতে
খেয়াল করেনি তারা
কুয়াশার মতো আবছা তো
তারা খুশিতে আত্মহারা ।
আমিও ভেবে অবহেলা করি
মনে রাখেনি ওরা তাই
বয়কট করে সরে গিয়ে বলি
থাক সবে যাই ।