বোঝার মানুষ চার পাশেতে
কেউ তো নাহি খোঁজে
আছি কেমন আকুল হয়ে
কে বলো তা বোঝে ।

দিন গুলো পার হয়ে যায়
খুঁজি আমি যারে
মনের ভাষা শেষের পথে
সে নাহি বোঝে ।

তারে তবু আপন ভাবি
স্বপ্ন হয়ে আসে
যেদিক তাকাই সবার আগে
দু'চোখেতে ভাসে ।

মনে  মনে  যুদ্ধ  করে
হয়না জীবন নাশে
মনের ভিতর গেঁথে গেলে
থাকে প্রত্যেক শ্বাসে ।