জীবন পারের নৌকা ডুবি
হচ্ছে সাঁঝের বেলা
বলি আমি কী কারন গো
বুঝি তোমার হেলা ।
শুধাই আমি আপনারে তাই
পাইনি খুজে যুক্তি
বিচ্ছেদেরি কষ্ট পাহাড়
দেয়নি তো ভাই মুক্তি ।
অতল তখন নদীর গভীর
সাগর কেমন হবে
দমের সময় খাটোর পথে
হাত ছাড়লে যবে ।
ইশ!!!
পুবের বাতাশ থামেনাই তো
আচমকা দেয় টান
নদীর স্রাতে খেলছে খেলা
জাদুর মারে বান ।
জীবন এখন রুপক লবন
যার যা খুশি নিচ্ছে
হেলায় ফেলায় ভাসছি আমি
সবাই ফিরায় দিচ্ছে ।
ডুবলে কী আর বাকী থাকে
জিবন নামের ঘড়ি
সব ছেড়ে এখন চলো
মৃত্যু রথে চড়ি ।
সময় তুমি পাবে না আর
থাকবে রঙ্গিন ঋতু
জীবন তোমায় দেবে না পথ
ডাকছে সামন মৃত্যু ।