সেই দিনটি চলে গেছে
আজকের মতো
নিরবতার সব পথ পেরিয়ে
একলা তুমি ওখানে
আমি ছিলাম তো পাশে
তবু ভাবো কেনো
কিছু মেঘে ঢাকা আছে
তুমি একা নও ।
ওরা সবাই খুজে ফেরে
দিশেহারা সবে
অন্ধকার নাই আর
আমি আছি এখনো ।
আছি অনেক দূরের পথে
সুতোর টানে আটকে,
আমি পাশে আছি
আর তুমি একা নও।