এবার তোমার যাবার সময়
বলছি না তো বিদায়,
সময় আমার কঠিন এখন
কাঁদছি তবু হায়।
এইতো সেদিন প্রেমে পড়া
দু'জন পাশাপাশি,
এখন কেনো বলছো বিদায়
চোখের জলে ভাসি ।
হঠাৎ আগুন জ্বলছে মনে
বর্ষা নাই তো ধারে,
বাঁধন কেটে যায়রে চলে
স্বপ্নে দেখি যারে ।
বলতে তুমি আমি তো সব
একলা এখন আমি,
অনেক ভালোবাসি তোমায়
জানে অন্তর্যামী ।।