কেমন তুমি নন্দীনি গো
যেমন তোমার মন,,
আমায় নিয়ে ভাবতে পারো
অল্প কিছুক্ষণ ।
নাই'বা হলো সময় তোমার
ভাবনা আমায় নিয়ে,,
হাসলেও তো ছড়ায় আলো
জুড়ায় আমার হিয়ে ।
চেয়ে থাকো আকাশ তোমার
উড়ুক তোমার ঘুড়ি,
বাঁধতে পারো আমায় নিয়ে
তোমার আমার জুড়ি ।
তা কেনো করবে তুমি
জ্বলে পুড়ে মরি,,
সব কিছু গুড়িয়ে আবার
তোমার প্রেমেই পড়ি ।।