সুখের আশায় ছুটছি তবু
পত্র ভাবের খুব আলাপন
একাটু একটু বাসছি ভালো
করছি সুখের বীজ বপন।
শোনার মানুষ শুনছে কথা
সুখ হাসিতে উদাস মন
যতোই থাকুক আবেগ তোমার
বুঝবেনা সে তাহার পণ ।
ভয়টা আমার সামন পথে
অতীতটাতে ফিরতে ভয়
জীবন সে তো সবার আছে
সুখের খোঁজে হচ্ছে ক্ষয়।
অভিমান তো সল্প কিছু
তোমার আমার থাকতে হয়
সুখ পাখিটার মন ভুলিয়ে
করতে হয় বিশাল জয়।।।