মানুষ খুনের পেশা যাদের
হিংস্র ভাব ভঙ্গি,
মানুষ রুপি হায়না তারা
নাম পেয়েছে জঙ্গি |
ধর্ম তাদের বোমা বারুদ
পায়না খুজে কূল,
যে পথেতে হাঁটছে তারা
সেটাই তাদের ভুল |
আজকে দেখো আত্মঘাতি
কালকে গোলা গুলি,
তাদের পথে বাধা দিলে
থাকবে না তো খুলি |
জানো আগে ধর্মটা কী
কোথায় আছো বসে,
সঠিক পথে না হেঁটে
কোথায় ঘোরো চষে |
আরে পগল অবুঝ তোরা
জীবন আছে পড়ে ,
মানুষ মেরে হয়না জিহাদ
টনক নাহি নড়ে |