সব নাই হয়ে গেছে তার
জমা করা সব স্বপ্ন,
মিছে শুধু অভিনয়ে পটু
ক'জনের মন ভাঙ্গার খেলা |
সুস্থ ঠোঁট আজ অসুস্থ
টোল পড়া গালের হাসি,
সু'জনেরাও পাগল হয়েছে পরে
এখনো নাকি ভালোবাসে |
তপ্ত বুকে মাথা রাখার পালা
ঘুম ঘুম ভাবে ভাসে ,
ভাবে ভাবে সঙ্গীত বিলাসে
উচ্চ স্বপ্ন দেখার পালা !!
হঠাৎ কড়া নাড়ে বাহিরে
বিদায়ের ঘন্টা নয়তো ?
এখানেই শুরু সুখ ভাগের
বাদ পড়া যতো কথা |
জড়ানো আবেশের ভালোবাসা
তাতেও চরম তৃপ্তি ভোগে„
এখানেই শেষ নয়তো
দেখা হবে আগামীর পুলকে |