তুমি বিষ পাতার মত
এ জীবনে বিচ্ছিন্ন ক্ষত
জ্বালা দিয়ে যাও আবিরত
হওনি কভু কখোন নত |
সেই পাখি তুমি চাতক
রয়ে গেলে আজো ঘাতক
নাই'কো বৃষ্টিতে ভেজার মন
হার মেনেছে কত জন |
তুমি ভেঙ্গে যওয়া বাঁধ
পিষ্টে যাওয়া দুষ্টু নদ
অভাগার নিভে যাওয়া কদগ্নি
জ্বেলে দাও হঠাৎ অমনি |
তুমি স্বপ্ন আমার নন্দিনী
অন্তরে আটকে থাকা বন্ধিনী |