অজানার সুখ,অজানার চাওয়া
কোন গুধূলি বিকেলে হঠাৎ পেয়ে যাওয়া।
তুই বৃষ্টি অসীমের কোন হাওয়া,
তুই কোন একদিন ধরনির চাওয়া।
তুই বন্ধু অন্তরে,ভালোবাসার আদর,
তুই কুয়াশা মাখা রাত্রীর তপ্ত চাদর।
তুই মরিচিকা,ওই পিচ ঢালা রাস্তার,
তুই বিস্বাস,তুই আস্বাস অামার অস্থার।
তুই বিজলি অজানা কোন ঝড়ের,।
তুই প্রতিক্ষা ওই চৌরাস্তার মোড়ের।
তুই চোখের কোনে অশ্রু মেটা রুমাল,
তুই গভির রাত জাগা সে আমল।
তুই অমৃত,অাজীবন সে নগরের,
তুই হাতে হাত রখা মিতালি জগতের।
তুই রোদের হাস্যউজ্জল সে মুখ,
তুই তো সে,যেখানে আমার সর্বস্ব সুখ।