আমার পিঞ্জরের পাখি যখন
মানে না আর পোষ,
কথায় কথায় পর ভাবে
খুঁজতে থাকে দোষ।
উড়াল দেবে খাঁচার পাখি
স্বাধীন আমার ঘর,
ক'দিন পরে হয়ে যাবে
পাখি আমার পর।
ডানা মেলে উড়বে পাখি
মন বসে না এক বাড়িতে,
দিনের শেষে পরাণ জুড়ি
আমারে সে চায় ছাড়িতে।
পায়নি বুঝি সুখের খাঁচা
মনের ভেতর রঙ্গিন আশা,
ছেড়ে যায়রে একলা ফেলে
ফুরিয়ে গেছে মনের ভাষা।
আশায় আশায় পাখি আমার
যায়রে আমায় ছাড়ি,
দারুন খেলা খেললো বিধি
তারো ভঙ্গা বাড়ি।