এই সবুজ অভয়ারণ্যের নিচে ,
যা দেখো তুমি
গোপনে কতেক-
হিংস্র জানোয়ার বসবাস করে,
বনের ভেতর,
যেখানে নির্মল আলো-বাতাস দেখো -    
সেখানেই,
সিংহের মরণ থাবা লুকিয়ে থাকে  ।

বিষাক্ত সাপের ছোবল ,
হায়নার খামচি -
ওৎ পেতে আছে,  
ভুল পথের আনাচেকানাচে  ।
অরণ্যের যে মুগ্ধতা দেখো তুমি  
নৌকায় চেপে-
তা জলদস্যুর পাতানো নদী-জল,
কানামাছি খেলা ।

ধাঁধা ভর্তি অজানা এক সাপলুডুতে,
বুদ্ধির চাল-
রাক্ষুসে মুখে পড়লেই
জীবনের অন্তিম সৎকার ।
কারা যেনো অন্ধকারে
সংসার পাতে এই অরণ্যে।
সব লেনদেন চুকে গেলে ,
নিজের কাছে ফিরে আসে ।

সংসার কই সখা ?
উত্তরে- সব সাইফুনে ভেসে গেছে ।
কূল ঘেঁষে যার সংসার ,
ভাঙ্গা চালা নিয়ে বেশ আছে ।
সে অরণ্যে তাক করা
হ্নদয় ছেঁদিত সজ্জিত তির ,
নিশানায় আবেগ তাড়িত
ভুলভাল জীবনের রেখা ।

যারা ফেরেনাই মুগ্ধতা নিয়ে ,
অজ্ঞাতের তালিকা হয়ে-
বেশ আছে ।
এক যে ছিলো রাজা গল্পের  
ছককাটা রেশে ।

অরণ্যের যে মুগ্ধতা দেখো ,
অথচ মায়াজাল দেখোনা !
এখানেই বিশ্বাস তোমার ,
এখানেই শেষ নিঃশ্বাস ।

সখা ,
এখানেই শেষ নিঃশ্বাস ।