বিন্দুর মতো রইব আমি তোমার আকাশে
হেলায় হেলায় ক্লান্ত পথ আমার
বিসর্জন দিতে হয় শুকনো ভালোবাসা
বৃত্তের ছায়াপথে বিন্দু থাকে না অবশেষ ।
মেঘের ভেলায় খেলা করে ঘাতক ভ্রমর
শুষে নেয় সাদা বর্নের হ্নদয় ক্ষারিত রক্ত
অমৃত ভেবে পান করি সেই বিষ
যা ক্ষরণ হয় আমার শিরা-উপশিরা থেকে ।
বেধহীন হয়ে পড়ে জ্যমিতিক বৃত্তের বিন্দু
নিকটে ভেড়ে অন্তের রুক্ষ সাজগোজ
নিস্তেজ হয়ে পড়ে কাঁঠঠোকরা মন আমার
অলোক বিড়ম্বনার সৃজনশীলতা উপভোগ করি ।
তুমি চায়ের কাপ হাতে ভিজতে থাকো বৃষ্টিতে
আমি চার দেয়ালের মাঝে কবিতা লিখি
তোমার শ্রেষ্ট সময়ের অকাট্য দলিল হয়ে থাকবে
মলাটের ভেতর গুচ্ছ গুচ্ছ বর্নের আবেশে ।
পরাজয়ের আবরনে কাব্যের পান্ডুলিপি পড়ে রবে
ধুলো জমে যাবে বিষাদের ঘন কূয়াশার আদলে
কালে কালে ঘাতক ভ্রমরের বিজয় হবে সকাল-সন্ধে
আর আমি অদৃশ্য বিন্দুর মতোই রইবো ।